শিল্পী তার নিপুন হাতে
খড় আর মাটি দিয়ে বানিয়েছে প্রতিমা
লেপে দিয়েছে রঙের চতুর্দোলা
পরিধেয় বস্ত্র পরিপাটি
হস্তে রণ সাজ,
পুরোহিত করবেন প্রাণ প্রতিষ্ঠা
ভক্তগণ ভক্তিভরে দেবে পুষ্পাঞ্জলি,
এত আয়োজন কাদের জন্য?
শুধু কি উৎসব উদযাপন -
নাকি তার বাইরেও কিছু!
মিলনের আর এক নাম উৎসব
সবাই সামিল উৎসবে,
কিন্তু প্রসাদ …
প্রসাদ নামবে কি অন্তরে!
অলক্ষ্যে ঈশ্বর ধ্যানমগ্ন
সৃষ্টি আর ধ্বংসের ক্রিয়ায়,
মানুষ তাঁকে করবে প্রতিষ্ঠা
সকল বিভেদ ভুলে।
সকল মানুষের সহাবস্থানে
প্রসাদ পাবে ঈশ্বর নিজে!