(১)
জীবন বড়োই ব্যস্ত
শহর নগর গাঁ,
লাল নীল সবুজে
হারিয়ে যাব না।
(২)
থেমে গেল গতিপথ
হাসে তবু রবি,
মন বড়ো আনচান
চুপ রয় কবি!
(৩)
আকাশ ছেয়ে মেঘে
কেমনে যাব ধেয়ে,
কাজের ডোরে বাঁধা
উদাসী পথ বেয়ে!
(৪)
মেঘ ভাঙা রোদ
তোর সাথে বাস,
ডাক শুনি তাই
আমি বারো মাস!
(৫)
ঘর ছাড়া বাউল মন
ছুটি অজানায়,
কথায় সুরে বাঁধি তান
প্রেম সাধনায়!
(৬)
স্বপ্ন আমার ভাসিয়ে দিলাম
মেঘের ভেলায় ভোরবেলা,
যখন তুমি আমার প্রতিক্ষাতে
খেলছি তখন নিঠুর খেলা!
(৭)
টুকরো কাগজ টুকরো প্রেম
ক্ষণিক চাওয়া ক্ষণিক পাওয়া,
দিবস রজনী সজাগ নয়ন-
আমার আমিতে নিঠুর হাওয়া।
(৮)
জীবনে যোগ,জীবনেই বিয়োগ-
আর যা কিছু, আনন্দ-কষ্ট-শোক!