প্রণতি গ্রহণ করো হে আচার্য
চিরপরিচিত জনতার সভা হতে
মৃত্যুঞ্জয় রূপে জীবনের বেদীমূলে
সুধাংশু তুমি, দাও তব ঔদার্য।
.............................
আমাদের বিদ্যালয়ের সর্বজন শ্রদ্ধেয় প্রাক্তন প্রিয় শিক্ষক শ্রী নিখিল রঞ্জন গায়েন মহাশয় আমাদের ছেড়ে চলে গেলেন পরপারে। তাঁর আত্মার শান্তি কামনা করি।
মৃত্যু 28.02.2024 রাত
মৃত্যুকালীন বয়স ৮৬ বছর