প্রেমিকা বলেছিল প্রেমিকে একবার
ভালবাসতে হলে হৃদয় হবে পাহাড়
বিশ্বাসী হতে বাতাস, আশ্রয় দানে বৃক্ষ
তাইতো তুমি শুধুই শৌর্যে বীর্যে পুরুষ,
প্রেমিকার দোষ-ত্রুটির নোনা স্রোতে
বৈঠা হাতে প্রতিকুলতার জীবন নদে
প্রেমিক হতে পারবে না কোনদিন!
আমি প্রেমিক হতে পেরেছি - ও বলেছে সে কথা
বলছে, মানুষই তো দোষ-গুণ-ত্রুটীর খড়কুটো।
জীবন নদীতে স্রোতস্বিনী আমি, তুমিও বহমান
তরঙ্গে তরঙ্গে উচ্ছ্বাস আর হিল্লোল উৎসাহে
তোমাতে আমি ভাসমান অনাবিল-অবিরাম,
তাই চিরকাল তুমি নদ আমি নদী প্রেমদান।