আমার বড় মামা পরমানন্দ চক্রবর্তী আজ আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে -
(হতভাগ্য বড় ভাগ্নে)
আজও এসেছে প্রভাত
নতুন আলোয় রঙিন হয়ে,
পরমানন্দে পরমানন্দ পরলোকে
দিয়েছে পাড়ি শান্তির আলয়ে
নিভৃত নির্জনে একাকী।
গতকাল গোধূলির আমন্ত্রণে
তাঁর কন্ঠে শেষ উচ্চারণে
আমার স্পর্শের ক্ষণিকা,
শান্তি লাভের আশায়
বাড়িয়েছিল দুই হাত
আজ স্থির দৃষ্টিপাতে শব,
পূর্ণিমা অপূর্ণ অন্ধকারে।
ফুল নয়, সুগন্ধিও নয় আজ
নয়নের জলে দেবো বিদায়
কালের যাত্রার ধ্বনি বাজে
আনন্দ-প্রাণ প্রণাম তোমায়।