বাইরে বেজায় রোদ
পদেতে আমার গোদ,
জ্বলে পুড়ে সব ছাই
হেথা আছি হোথা নাই।
কথাকলি গেছে দূরে
বন্ বন্ মাথা ঘুরে,
ঘুম আসে চোখে নেমে
রঙ সব গেল ঘেমে।
তবু কাজ করা চাই
দানা আর পানি পাই,
রোদ পোড়া কথাগুলি
মনে হয় কা কা বুলি।
তাই আজ কাব্যকথা
ছুটি পেয়ে খুশি যথা,
হাঁফ ছেড়ে বাঁচি আমি
কিছুদিন কমদামী।