চাইতো অনেক কিছুই
কিন্তু মিলছে কোথায়?
মিলবে ভাই সব মিলবে
ভোট এলে টোপ গিলবে-
চোখ কান খোলা রাখুন
বাঁচান আর নিজে বাঁচুন
তালে দিয়ে তাল নাচুন
কলঙ্কিত ইতিহাস রচুন,
নইলে ইতিহাসে মুখ ঢাকুন!

নাম আমার অমর সিং
কাজে গুড ফর নাথিং
ভোটে জিতে হবো এম এল এ
এবার চুরি করবো টাকা না বলে,
করবো আমি দেশেরই কাজ
আমারই কথায় চলবে রাজ,
সকল চাওয়া পূর্ণ হতে ভোট মাগি
শেষে ঋণের দায়ে দেশ বেচে ভাগি!