(কোলকাতায় এবার মিলল খাবার জন্য "প্লাস্টিকের ডিম")
অনেকটা সময় গেল চলে
কিন্তু কই বাচ্চা ফুটল না!
ফুটবে কি করে বলো ভাই -
বাবা বসেছে তা'য়ে, মা হাটে
ঘর ছিল ঠান্ডা, ডিম যাবে লাঠে
উপায় না দেখে, বাবা গেল ঘাটে।
খবর এলো কষ্টের দরকার নাই
যেমন পাই তেমনই খাইদাই,
বাচ্চা না হোক, ডিম তো পেলে
আসল নকল সবকিছু সেকেলে!
ডিম আগে না মুরগী আগে
তর্ক ছেড়ে প্লাস্টিক চাগে,
সুরক্ষা নেই সম্পদ আছে
মানুষ মারতে ওরা নাচে!
দামে কম, পচেও না খুব বেশি
যারা আছেন তা'য়ে, তারা দেশি,
আছে সংরক্ষণ, প্রচার চলছে খুব
কমাতে জনসংখ্যা রাঙা যাদের বুক!