মাত্র ক'দিনের আলাপ পরিচয়
তাতেই - আই লাইক ইউ
তারপর মাস ছয় আলাপ থেকে প্রেমালাপ
সময় করে কথা বলা, সাক্ষাৎ
লাভ-ক্ষতির হিসাবে বাঁধা নয়,
ফুচকার টক জল থেকে বিরিয়ানি
সিনেমা-থিয়েটার অথবা খেলার মাঠ
অনিয়মিতভাবে দিন পার হচ্ছিল
বিপদ হল রেজিষ্ট্রেশনের দিন
নায়িকা অনুপস্থিতিতে নায়ক একা,
তারপর তিন মাস অতিক্রান্ত হওয়ার পর
একদিন হঠাৎ দেখা, বলা ভাল নজরে আসা
ততক্ষণে আইসক্রিম গলে জল, হাতে কেবল কাঠি
জল বাষ্প হয়ে উড়ে গেল, সঙ্গে জঞ্জাল
মেঘ হয়ে ভেসে ভেসে উড়ে চলে আকাশে,
আমার ঘরের ছিদ্র চাল দিয়ে তাকে দেখি
আর মনে মনে বলি - ঋণের দায়ে ঋণী
সে ধণী - আপন করের আকরে মণি!