(উৎসর্গঃ- কবি সোমদেব চট্টোপাধ্যায় মহাশয়কে)
অনেকক্ষণ টানাটানির পর এলাম শ্মশানে
একটু ভুল বললাম, নিয়ে এল ওরা -
পৃথিবী তখনও গভীর নিদ্রায় মগ্ন
আমার মেরুদণ্ডহীন শরীর পায়চারি করছে
মায়ার বাঁধন ছেড়ে সম্প্রদানের আঙিনায়,
নক্ষত্র আলোতে পুড়তে পুড়তে অগ্নিদগ্ধ
বিচ্ছুরিত আলো আলেয়াকে নিষ্প্রভ করে
সন্ধ্যা প্রদীপ জ্বালছে প্রভাতের উন্মোচনে,
সবটুকু গরল পান করে হয়েছিলাম নীল
অমৃতলাভ বিষপানে আর্দ্রতা পেয়েছিল,
ওদের পাওয়ার কাছে নিজেকে বিলিয়েছি
তবুও স্বার্থত্যাগ করতে পারিনি এখনও
এখনও বেঁচে আছি তোমাদেরই মাঝে -
নতুন প্রজন্ম আজ হামাগুড়ি দিতে দিতে
আত্মনির্ভরশীল হয়ে উঠুক আমারই রক্তে!
এবার পৃথিবী জাগবে
এবার পাষাণ গলবে
এবার পাথর ভাঙবে
এবার পাখিরা গাইবে
যখন অহং নাইরে!