(উৎসর্গ:- কবি বিকাশ দাস মহাশয়কে)
'নিকুচি করেছে কবিতা'
লেখেন কবি বিকাশ'দা,
কবিতা কেন হাঁটবে না
শিখছে হাঁটি হাঁটি পা পা -
ছেড়ে দিলাম আজ তাকে
সে হাঁটুক পথের বাঁকে,
বলুক কথা যথা-তথা
নব সাজে আসুক সদা,
ভুলের খাতা দিই ছিঁড়ে
কথায় না ভিজুক চিঁড়ে,
রকবাজি ও ডিগবাজি
এবার খেতে নয় রাজি,
যাহা বলার সত্য বলি
গায়ে দিই না নামাবলী,
যুগের তালে নিজ বলে
কলম ঠেলে যাঁতা কলে
ভাঙা গড়ার খেলা দেখ
সাধ্যি কার আমায় রোখ,
আছে চমক বা ধমক
আবার শক ও ঠমক,
এখানে সব শেষ নয়
খেয়া তরী বাইতে হয়,
বাকি কথা জানতে হলে
চল যাই সদলবলে -
'নিকুচি করেছে কবিতা'
লেখেন কবি বিকাশ'দা।