অনেক ফাইল খুঁজে
অনেক সময় গেলে
অনেক হাত বদলে
শেষ পর্যন্ত মিলল
বিবাহ বিচ্ছেদের দলিল,
এতদিন প্রয়োজন হয়নি
হঠাৎ আজই দরকার হল
কার্যকারীতা পর্যবেক্ষণের জন্য।
আজ সে রীতিমত স্বনির্ভর
মান-মর্যাদা, অর্থ-প্রতিপত্তি
কোনটির অভাব নেই আজ,
শুধু স্বামী বৈরাগ্যেই হ্যান্ডস্-আপ
পুরুষ আশক্তিতে মুষ্ঠিযোগ।
সুরক্ষিত আন্তর্জাতিক নারী দিবসে
পুরুষের হাতে-পা'য়ে বেড়ি দেওয়া হোক!
নারীরা বিতর্কিত হোক বা না হোক
পুরুষের গোলামি এবার বন্ধ হোক।