আমি জানি তুমি রাণী
আমি মানি তুমি দানি
আমি পাই যাহা চাই
দুঃখ ভুলি সাথে কলি
দাও তুমি মধু চুমি
দিই আমি চক্ষু পানি
রাখো কাছে সদা পাছে
যদি পথ হয় রত
ধরো হাত দিন রাত
সব ভুলে পাল তুলে
দেব পাড়ি দূর বাড়ি
লাজ ভুলে রতি কূলে
ভালবাসা হৃদিপাশ
দু'য়ে জয় দ্বিধা ক্ষয়!