যখন লিখি, তখন অক্ষরগুলি কালো রঙের
আর যখন নিদ্রা যাই, অক্ষরগুলি তখন সাদা
যখন ছবি আঁকি, তখন তারা শুধুমাত্র চরিত্র
আর অবচেতন শরীরে, ছায়াছবির জীবন্ত মানুষ
যখন হেঁটে চলি, তখন নির্দিষ্ট লক্ষ্য আমার সহচর
আর যখন থমকে দাঁড়াই, তখন আদর্শহীন বুদ্ধিজীবী।
এর পরের বলটি আপনার জন্য, তৈরী তো?
আমি ব্যাট হাতে ফিরে যাচ্ছি শূন্য রাণে
এই খেলা চলছে, চলতে থাকুক না -
লাভ-ক্ষতির হিসাব করার কেউই নেই!