আমি একটি পাখি পুষেছিলাম
তার গান শুনব বলে,
সে আমার পোষ মানেনি
তবে গান শুনিয়ে মন ভরিয়েছে
তারপর উড়ে চলে গেছে।

আমি একটি মানুষ চেয়েছিলাম
যে আমাকে একটু ভালোবাসবে,
অনেক খুঁজে পেয়েছিলাম মানুষ
সে আমায় সঙ্গ দিয়েছিল বটে
কিন্তু কখনোই আমাকে মন দেয়নি,
আর দেয়নি বলেই সে আজ দূরে।

আমি দু'জনকেই হারিয়ে ফেলেছি -
একদিকে অতীতের সুখ স্মৃতি,
অপর দিকে আগামীর সর্বনাশ!
        ******

*কবিগণ, আসরে সময় দিতে পারছি না - অফিসের কাজে প্রায় ১২ ঘন্টা ব্যস্ত, তারপর বাড়ি থেকে অফিস যাওয়া ও আসায় প্রায় ৫ ঘন্টা চলে যাচ্ছে, থাকে মাত্র ৭ ঘন্টা ... রাস্তায় লিখে পোষ্ট দিয়ে চলে যাচ্ছি। কথা দিচ্ছি নিয়মিত হব বেশ কয়েক দিন পর। আসবো কবিদের পাতায় পাতায় কবিতা পড়তে। ভাল থাকুন।