আগুনটা একটু দেবেন দাদা' - এই কথা বলে
একজন আর একজনের কাছে আগুন চায়,
ধরিয়ে নেয় আগুন থেকে আগুনের প্রবহ
ধোঁয়াময় ধূসর জীবনের শূন্যতার সুখটান দিতে দিতে
ফাঁক বুঝে সহযোগীর পকেটটিও নেয় মেরে,
আগুনে পোড়ে না কপাল, পোড়ে আয়ু
আর হিতকারী পোড়ে সুবিধাবাদীর মুনাফায়।
স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপে ও কে?
আদর্শহীন উদ্বাস্তু নাকি কক্ষচ্যুত নক্ষত্র!
প্রতিকূলতার স্রোতে ভাসমান খড়কুটো মাত্র।