আমাকে ছুঁয়ে দেখো, নির্ভরতা পাবে
আমাকে বিশ্বাস কর, সুখ-স্বাচ্ছন্দ্য পাবে
আমাকে ভালোবাসো, ভালোবাসা পাবে
আমাকে অস্বীকার কর, মৃত্যুঞ্জয়ী হবে।
কোন্ পথে এগিয়ে যাবে তুমি?
মনে রেখো, পিছন ফেরার পথ নেই
নেই পুনরাগমনের নির্ধারিত সময়সূচী।
অনেকটা সময় অতিবাহিত হলেও
কোন সিদ্ধান্তের উত্তর মিলল না।
অতঃপর যেতে হবে জেনে প্রস্থানে উদ্যত
এমন সময় দ্বিধা না রেখে হাত ধরলে -
অবিশ্বাসের গণ্ডি পেরিয়ে সংকল্পের তীর
নিজেকে সমর্পণ করলে কৃচ্ছ্রসাধনে
মৃত্যুকে ভালোবেসে অমর হলে!