ক্লান্তির চোখে ঝরে না অশ্রু, নীল ভালবাসা
কষ্ঠি পাথর গেছে ক্ষয়ে, অক্ষত হৃদয়ে আশা,
জনারণ্যে উঠেছে ধ্বনি, স্বার্থের পিছু ধাওয়া
বেহাগের সুরে আজ জীবনের গান গাওয়া!
ত্যজিয়া ওই পথ, এসো করি বন্ধন
ধরি হাত চলি ছুটে সকল বাঁধন টুটে,
আমরা মানব, নইকো দানব অন্ধ মন
রচিব মুক্তির পথ, উড়িয়ে ধ্বজা জুটে।
যাঁরা দিয়েছে প্রাণ, হাসি মুখে মৃত্যু বরণ
স্বার্থের দাসত্ব ছেড়ে যদি আমরাও আসি -
আশিস দেবে তাঁরা, মহামানবেরে করি স্মরণ
নবদূত মানিবে আদর্শ, সকল হিংসা নাশি!
ভুলিতে কি পারি না অনুযোগ যত
ছাড়িতে কি পারি না মিথ্যামোহ রত,
ফিরাতে কি পারি না আলোকবর্ষ শত
মানবের মাঝে মানবেরে করি না নত!
ক্লান্তির চোখে অশ্রু নয়, দেখি নব প্রত্যাশা
ধন্য হোক প্রাণ, ঘুঁচে যাক সকল দুরাশা,
নক্ষত্র আলোয় উদিছে ওই ধ্রুবতারা
ইমন সুরে সুর মিলিয়ে হব আত্মহারা।