আমাকে তুমি চেনো, প্রতিদিন দেখো -
দেখো আমার অন্তহীন সিঁথির পথ,
একদিন এই পথ রাঙিয়ে দিয়েছিলে
লাল রঙে, ডালিম ফুলের মত রাঙা
দুই গালখানি বেঁধেছিলে ভালবাসায়
আমার শরীর জুড়ে তোমার উপস্থিতি,
প্রতিদিন আমি তোমার কাছে আসি
আর তুমি অনুগত সোহাগ আলিঙ্গনে।
সময়ের স্রোতে ভেসে চলেছি আমি
সাঁতার কাটছি আবিরাম আমরা
সময় বদলেছে, বদলে গেছে পথ -
আজ অন্তহীন পথে সাথী হারা সাথী
স্বপ্নিল রামধনু হয়ে জীবন প্রবহে।
জানি, সমাজটাই শাঁখের করাতে কাটে
আরশীর অস্থি-কঙ্কাল রক্তের সম্পর্কে,
প্রেম কি হেথায় সহজ সুলভ পরিব্যয়ে
ফিরে পাবে আগামী বসন্তের দিনগুলি!
তা যদি না হয়, জানবো স্থুল-শারীরিক
আর মোহে বাঁধা পড়ে গেছে প্রেরণা,
বন্ধন ছিন্ন করে উদ্যানের পথ ধরে
আঁকাবাঁকা স্বপ্ন ধূলিময় চোরাপথে -
বালির পাহাড়ে জাগে সন্ধানী চোখ
ভোরের কুয়াশা হয়ে অচেনা আলোয়।