তোমাকে ভেবে এতটা পথ হাঁটা
তোমাকে ভেবে কাজল কালো কাব্য
তোমাকে ভেবে আমাতে নেই আমি
তোমাকে ভেবে আসে বসন্ত বাহার
তোমাকে নিয়ে দিন রাত্রির খেলা।
এসো চপল ওড়াও ওড়না ওই
প্রেম নত শিরে অপেক্ষাতে রই
ভালবাসাবাসি আজ দু'জনে সই
আঁখির প্রদীপ জ্বেলে সোহাগ মই
থেমে গেছে চারিদিকে যত হৈ চৈ।
ভাষা হারিয়েছে তার শব্দ, হয়েছে নীরব
মুখর নয়ন বলে কথকথা যত আজি -
মন হারাতে চায় পাগলপারা ভালবাসা,
একই দেহে হল লীন, বাঁকা চাঁদ ক্ষীণ
পূর্ণিমা আজই অন্ধকারে জ্বালে দিন!