এক পা দু'পা করে এগিয়ে চলে জীবন
কখন জানি অনেকটা বড় হয়ে গেছি
অনেক কিছু পাওয়া আর না পাওয়া,
কিন্তু দাঁড়ি কমা মেনে জীবন চলে না
তাই যে যার ইচ্ছামত ঝোল টানার দিকে
হোঁচট খেলে হাত-পা যাবে, এর বেশি নয়!
সত্যতা স্বপ্ন যন্ত্রণা প্রত্যাশা আর নিত্য প্রতিবাদ
এগুলি আজ একঘরে হয়ে মিথ্যার দিকে এগিয়ে
এক কৃত্রিম সুখ শান্তি বিলাশ বাহুল্যের রাজ্যে
যেখানে প্রেম স্বার্থের বিনিময়ে কেনাবেচা হয়,
তোমাদের চাওয়া এতটুকু? তবে অপেক্ষা কর -
আমার সমস্ত শরীর-মন দানপত্র করে যাব এখনই!