(২৩শে জানুয়ারির শুভদিনের শুভেচ্ছাসহ একটি নিবেদন)

ঘড়িতে তখন বেলা দু'টো বেজে দশ, আসরে উঠিল ধুন
প্রধান অতিথি এলেন শ্রদ্ধেয় প্রিয় কবি নিমর্লেন্দু গুণ,
গীতের মুর্চ্ছনায় যিনি মাতালেন, তিনি কবি রাহনুমা নুর
একে একে এলেন কবিগণ, থাকেন যারা কাছে ও দূর,
ঘোষনায় ছিলেন যিনি, তিনি কবি মনোজ ভৌমিক নবীন
সভাপতির আসনে ছিলেন কবি বোদরুল আলম প্রবীন,
অতিথিরে স্মারক সম্মান দিলেন কবি অনিরুদ্ধ বুলবুল
সাথে ছিলেন কবি মিমি, উনি দিলেন কবির হাতে ফুল,
শুরু হল সাহিত্য সভার কাজ, কবিদের ভিন্ন ভিন্ন সাজ
কবিতা পাঠে সকলেই দেখালেন যে যার নিজ নিজ রাজ,
এলেন কবি অরূপ গোস্বামী, কবি স্বপন কুমার মজুমদার
পরে এলেন মঞ্চে রিঙ্কু রায়, অজিত কুমার কর স্যার,
কবিতার আছে নিজস্ব ভাষা, আছে ছন্দ তাল ও লয়
মধুর সে ধ্বনি মুক্ত ধারাতে অনির্বাণ আপন খেয়ালে বয়,
কবিতায় আছে সুখ, নেই কোন দুখ, এনেছে রম্যরচন
কবি শাহীন আহমদ রেজা আর কবি শ.ম. শহীদের বচন,
প্রকৃতির রূপ ধরা দিল কবিদের কলমে, অপরূপ সাজে অপূর্ব দান
কবি লক্ষণ ভাণ্ডারী,উজ্জ্বল সরদার,স্বপন গায়েন আর বদরুজ্জামান,
এসো হিন্দু এসো মুসলমান এসো এসো তুমি খ্রীষ্টান সকল কবি
চেতনার আলোতে শিমুল শুভ্র,মিমি, এ কে দাস মৃদুল ও ফয়েজ উল্লাহ রবি,
অন্যায়-অত্যাচার দমনে ধরেছে কলম, এলো সবে কবি মিত্র
মোঃ সানাউল্লাহ,নূরুল ইসলাম,রনি ই রানী,অনির্বান শান্তরা ও গৌরাঙ্গ সুন্দর পাত্র,
নিরাশার মাঝে আশার বাণী জাগাল প্রাণ, সর্বশ্রেষ্ঠ এ মানব জীবন দান
কবি পরিতোষ ভৌমিক,সোমালীনিরঝরা,আহমাদ সা-জিস ও গোলাম রহমান,
ছোট কথা ছোট ভাব দিতেই পারে অনেক কথার রায়
বলেন কবি পি.কে.বিক্রম, দীপঙ্কর বেরা ও সুদীপ্ত তন্তবায়,
তখনই বাজিয়া উঠিল ঘন্টা, হইল বিরতি ক্ষণকাল
বাংলা কবিতা ডট কমের কবি সম্মেলনের প্রীতি ছত্রচাল,
কবি সুখেন্দু মাইতি সাথে কনিষ্ঠ সৌমেন চৌধুরী, আয়োজন করে বিরিয়ানি
সামান্য ডেলিগেটে ভজন সারে কবিগণ,রসিক কবি অনন্ত গোস্বামী দেন পানি।

শুরু হল সম্মেলনের দ্বিতীয় পর্ব, ফিরলেন কবিগন পাঠের দরবার
সনেটে ড.সুজিতকুমার বিশ্বাস,সুমিত্র দত্ত রায়,পল্লব চৌধুরী,শহিন আলম সরকার,
আশার আলো জ্বালি দিল মহান কবিদল,আলোকবর্ষ মহার্ঘ্য দান
কবীর হুমায়ূন,জসীমউদ্দিন মুহম্মদ,অনিরুদ্ধ বুলবুল সাথে খলিলুর রহমান,
পড়িল গীতির ছন্দে পরমানন্দে আনন্দমুখর কবি গান
ষড়ানন ঘোষ,তারিফ হোসেন সর্দার,বালুচর রাখেন মান,
শেখালেন প্রত্যয়ের বাণী, হৃদয়ে রাখো বিশ্বাস মানুষের তরে
কবি প্রবীর চ্যাটার্জী,মোনায়েম নিজাম খান,প্রণব মজুমদারের কথা কর্ণ প'রে,
মানুষ হয়ে মানুষকে ভালবাস, বলেন ফিরোজ হোসেন কথা যত
শ্রী সঞ্জয়,দিব্যেন্দু সরকার, রুনা লায়লা,মৃন্ময় কবি, আরোও কত -
ভুল যদি করে মানুষ, প্রেম ও ক্ষমার মাঝে তারে দাও মনোবল
বলিল মনিরুজ্জামান, অনুপ মজুমদার, মোজাহারুল ইসলাম চপল,
কবিতা হোক আমাদের নিত্য দিনের ভাষা, লিখব অবিরত
বলিল সাবলীল মনির, সোমাদ্রি,শ্রীতরুণ আধুনিক কবি যত,
এখানেই শেষ নয়,বলিল কবি অদিতি চক্রবর্তী, অমিতাভ শূর
সমাজ পরিবর্তনে সাহিত্য আজ পাল্টে ফেলেছে তার বিচিত্র রূপ,
ঘোষণা হল এবার,বলিবেন কিছু কথা আজকের কবি অতিথি-
যুগ থেক যুগ মানুষ চলেছে হেঁটে, সাহিত্য এঁকেছে ছবি এমনই রীতি,
কবিতা হোক সংক্রমন, কবিতা হোক মিলন গীতি, হোক সুখস্মৃতি-
রক্তে রক্তে আনুক সে বারতা,ভরে উঠুক উজ্জ্বল বিশ্ব প্রীতি,
গড়িব আমরা এক নব চেতনাময় সংগ্রহশালা 'কবিতাকুঞ্জ'
বাড়াও দু'হাত এসো গড়ি সেতু, ভবিষ্যতে তোমরাই অমিত ভঞ্জ,
বেলা গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নেমেছে রাত,ফিরতে হবে বাড়ি
সকলই হইল চঞ্চল যে যেথায় যাবে,ধরতে হবে গাড়ি,
সবশেষে ডাকিল নাম আমার, সাথে গোপাল চন্দ্র সরকার
আসুন দুইজনে, আপনাদের বাকি আছে বিশেষ কিছু বলবার-
প্রথমে কবি সরকার করিলেন পাঠ তার লেখা একখানি ব্যাঙ্গ
এক্ষণে আমি আসি মঞ্চে, করিব পাঠ হবে সভা সাঙ্গ,
হঠাৎ আলো গেল নিভে, তুমুল সোরগোল হল শুরু
বুঝি আমার লেখা ব্যাঙ্গ হল না পাঠ, ভয়ে বুক দুরু দুরু,
হাতের কাগজখানি গেল পড়ে,অন্ধকারে খুঁজি বার বার
চোখ মেলে দেখি হয়েছে প্রভাত,সংবাদ পত্র হাতে, আজ রবিবার,
তাতে লেখা ২৩শে জানুয়ারির কবি সম্মলনের সময়সূচি
বাংলা কবিতা ডটকম ঢাকার নজরুল মঞ্চে-আয়োজনে বুঝি,
'কবিতাকুঞ্জ' হইবে গঠন, তারি জন্য কবি পল্লব দিবেন অর্থমূল্য
সকলের রইল নিমন্ত্রণ, আসা চাই,ত্রুটি মার্জনীয়, কবিতা সোহাগতুল্য,
লেখেন না কবি মৌটুসি মিত্র গুহ, স্টাফ রিপোর্টার, যত্রতত্র-
শুধু লেখেন, সম্পাদক হাসান ইমতি'র 'কলম' এই মুখপত্র।
                  ********