(উৎসর্গ - শ্রদ্ধেয়া কবি মিমি দিদিভাইকে)
একদিন আমরা সবাই মিলে বেরিয়ে পড়ব
বেরিয়ে পড়ব এই জোড়াতালি মারা জীবন থেকে,
হাত যদি শূন্য থাকে তো থাকুক না
যদি স্বার্থ পিছু ছাড়ে তো ছাড়ুক না
মায়া-মমতা যদি রিক্ত সময়ে হাঁটে
যদি প্রেম বশত্যা স্বীকার না করে,
সবকিছু এপাশে ওপাশে ছড়িয়ে ছিটিয়ে
কদম কদম হেঁটে চলে যাব আমরা,
কিন্ত কোথায় যাব আমরা? কেনই বা যাব?
তাইতো! সে কথা ভাবার অবকাশ মেলেনি
মেলেনি নিজেদের অস্তিত্ব রক্ষার দায়,
তাহলে সব ভাবনা মিছে ভাবতে যাব কেন?
মরা আর বাঁচা একজীবনে একইবার
সুখ-দুঃখ কষ্ট যন্ত্রণা ছিল, থাকবে -
থাকুক না, তাকে অস্বীকার করি না; মানি না
অশ্রাব্য পদলেহনের আপাদমস্তক স্তুতি যত।
বেড়াজাল ভাঙতে হবে, তাতেই পথ সুগম
যাত্রার পূর্বে নাইবা জানলে কোথায় যাবে!
চলো এগিয়ে যাই, নতুন দিনের আশায় -
হয়তো না পাওয়ার মাঝে সব পাওয়া হবে!
*******
(আমরা নতুন যৌবনেরই দূত.....রবীন্দ্রনাথ ঠাকুর)