স্বপ্ন কিনবে তোমরা ভাই, রঙিন স্বপ্ন?
হরেক রকম স্বপ্ন আছে আমার কাছে -
মিথ্যে নয়, টাটকা রক্তে ভেজা স্বপ্ন!
হাজার প্রাণের মৃত্যুতে জন্ম এক স্বপ্ন
হাত-পা ও মাথা সবকিছুই ঠিকঠাক,
শুধু বিবেক বিহীন স্বপ্নের আস্তাকুঁড়!
তোমাদের চোখে আগামীর স্বপ্ন
ভবিষ্যতের ঠিকানাহীন বাসভূমি,
স্বার্থের দাসত্ব-স্খলনের পোষক!
আমারই নাম স্বপ্ন - শুধু স্বপ্নই
যা কোনদিন মিথ্যে হবার নয়,
বাস্তবের সাথে বৈষম্য চিরকাল!
জানি, কিনবে না কেউ আমাকে
কিনবে না জানি তোমাদের দুঃস্বপ্নের দিন,
ফেরিওয়ালার যা নেই, আছে তোমাদের কাছে!