অনেক কথার মাঝে যে কথা হয়নি বলা
অনেক স্বপ্নের মাঝে যে স্বপ্ন দেখিনি আজও
অনেক পথ অতিক্রম করেও মেলেনি সন্ধান
অনেক মান-অভিমানের পালা সাঙ্গ করেও
বুঝিনি প্রেম কি এসেছিল আমার আঙিনায়!
তবে কেন আমি আজও রুক্ষ রুষ্ট রিক্ত ক্লিষ্ট?
রূপ রস গন্ধ বর্ণ আয়োজনের ত্রুটি ছিল না
ছিল কোন বিদ্বেষ ঘৃণা লাঞ্ছনা অথবা অবজ্ঞা,
সময়ের অপেক্ষা না রেখে আত্ম নিবেদন।
সে কি তোমার দুঃসাহস, আমার স্বপ্ন-সাধনা?
অথচ তুমিই শিখিয়েছিলে একটি প্রদীপ থেকে
আরোও একটি প্রদীপের জীবন হয় আলোকিত!
আমার চাতক চোখ মধ্য গগনের পাখির ন্যায়
চেয়ে আছে একটু সময়, একটু উষ্ণতা আর
এক টুকরো অনাশ্রিত বাহুর আলিঙ্গনে বাঁধতে;
বিশ্বাস যদি না কর, হৃদয় চিরে দেখাতে পারি -
রক্তের অক্ষরে অক্ষরে যে নাম আছে লেখা
সে কী নয় জীবন জিজ্ঞাসা, চুম্বনের শীলমোহর
আমার রক্তক্ষরণে তোমার প্রেমের জয়টিকা?