হারিয়ে গেছে স্বপ্ন কত
হারিয়ে গেছে রঙিন দিন,
হারিয়ে গেছে বন্ধু যত
হয়েছে আজ প্রীতি লীন!
সবাই মিলে গাই না গান
সবাই মিলে ধরি না তান,
সবাই মিলে রাখি না মান
নিজের তরে স্বার্থ দান!
দিনের পরে আসবে রাত
দুখের পরে আসবে সুখ,
বাসলে ভাল কিসের জাত
মুক্ত মন এগিয়ে বুক!
ভাংতে হবে বাঁধন যত
মানতে হবে নিষ্ঠা তত,
থাকতে হবে কাজে রত
উড়িয়ে ধ্বজা বীরের মত!
দেখালে পথ নরেন তিনি
আপন পর ভুলতে হবে,
জীবন দিয়ে আসীন যিনি
সেবার মাঝে মুখর রবে!