যদি প্রশ্ন করি-তুমি দেবে তার সকল উত্তর?
যদি ভালবাসি-তুমি কি মেনে নেবে অন্যায় জোর!
সুরের সাধন করতে হলে, বাসতে হবে ভাল -
মন্দ ভালোর নিত্য খেলায়, করবে জীবন আলো।
রাঁধা পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাঁধা
জীবনটাতো নয় জানবে, এক চাকাতেই বাঁধা।
সাধনে আর ভজনে ঘটবে যেন মুক্তি অপার,
জ্ঞানের আলোয় খুলবে তোমার সকলই দ্বার!
সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না বা হয় না,
সব প্রেমের পরিণতি পরিনয়ে শেষ হয় না।
সব গানের অন্তরায় বেহাগের সুর বাজে না,
সকল ভাল কাজের জন্যও রক্তপাত হয় না।
রাঁধার পরে খাওয়া যেমন, দুখের পরে সুখ -
বেসুরে সুরে মেলালে, বধির হবে আপন মুখ!