অল্প কথায় কাজ মিটলে বেশি কেন?
আমি শুধু সনেট লিখি, তুমি তো জানো!
লিখতে গেলে পড়তে হয়, তা কি মান?
তবুও যা বলি এখন, মন দে শোন।
ব্যাকরণ মেনে লেখ যদি কাব্য তুমি,
বিদেশ নয়-খ্যাতি দেবে এ মাতৃভূমি।
কিন্তু যদি লেখ তুমি মাথা-মুণ্ডু-ছাই,
অবশেষে হবে জেনো স্মৃতিসৌধে ঠাঁই!
ধরি তুলি, আঁকি ছবি, হয় বক্ররেখা!
আর তো বুঝি হয় না গো, সনেট শেখা।
আরম্ভ করি কেঁচে গণ্ডুষ - মিত্রাক্ষর,
শেষে অমিত্রাক্ষরেতেই আসছে জ্বর।
বেলা শেষে 'মধুসূদন' খাই চিবিয়ে
সনেট লেখা সম্ভব না আমাকে দিয়ে!