চল চল চল
বল বল বল
কল কল কল,
ছল ছল ছল
দল দল দল
খল খল খল।
ফোটে ফুল ওই
ধান থেকে খই
উঠে যেতে মই,
শিখে নিতে বই
বুঝে নিতে সই
আমি একা নই।
যা গেছে তা যাক
যা আছে তা থাক
করো নাকো রাগ,
খুশি হবে জেনে
ভাল লেখো মেনে
পড়ি বই কিনে।
দেব হাতেখড়ি
রোদে দিও বড়ি
তুলা থেকে দড়ি,
ঘষে মেজে সাদা
তুমি হলে দাদা
দিতে পারি কাদা!
দূর দেশে পাড়ি
তাই নিলে আড়ি
রাখো বুঝি দাড়ি,
আড়ি আড়ি আড়ি
হেসে ছেঁড়ে নাড়ি
আমি থাকি বাড়ি!
গোঁজামিলে মিল
কানে দাও খিল
শুধু কিলবিল,
কান নিলো চিল
মারো ওকে ঢিল
দূর বোকা শীল।
নেই বুঝি দিল
পরো বুঝি হিল
দেখো ছবি নীল,
দেখা হবে যবে
হবে মজা তবে
ভুল কেন রবে?
দেখা হল মলে
কুশীলব দলে
হাত ধরে চলে,
খুশি মনে বলে
দোষ গুণ মিলে
সব গেছি ভুলে!