(উৎসর্গঃ- শ্রদ্ধেয় কবিবর সুমিত্র দত্ত রায় মহাশয়কে)

তোমার জন্যই সাজিয়েছি পাদ্যঅর্ঘ্য,
তোমার জন্য রেখেছি হৃদয়ের ভক্তি,
তোমার কাছে সঁপেছি এই মনপ্রাণ।
মন্দিরে নয়, মসজিদে নয়, আলয়ে
কুসুমে নয়, চন্দনে নয় নিবেদিত।
তোমারে পূজিতে দেহে করেছি স্থাপন
বিশ্বাসে সৃষ্ট ত্যাগের মহিমা অপার
বিলিয়েছি ভালবাসা, খুলেছি দুয়ার।

তুমি মোরে দেখিয়েছো পথ কত শত
সারকথা মিলনেই সুখ অবিরত,
একই দেহে মানব ঈশ্বর স্থাপিত
জীব সেবা অগ্রে, সমাপ্তে পুণ্য সঞ্চিত।
পীড়িতের সকাশে তুমি রয়েছ আসীন
আঁধার ভেদে আলো, কত রাত বা দিন।