মাঝে মাঝে ভাবি মনে
ঘরে বসে এক কোণে,
কত রঙে আঁকে ছবি
কত কথা লেখে কবি।
সাত রঙ মিলে ছবি
পুব দিকে ওঠে রবি,
আলো সব নিভে গেলে
কবি দেয় রঙ ঢেলে।
আশা রয় মন মাঝে
দোলায় সকাল সাঁঝে,
হাসি খুশি সব কাজে
নাই ভয় নাই লাজে।
আছে কাজ চলো পথ
দেখি চেয়ে কত মত,
কোন কাজ ছোট নয়
আজ তাই হবে জয়।
প্রাণ আজ গায় গান
যায় যদি যাক মান,
জেনো তা মহান দান
ভালবাসা মুক্তিস্নান।