দেখ
আসছে...
ওরা কারা?
ওরা মানুষ
দুই হাত দু'পা
ভদ্রলোকই বটে,
ঠিকই বলেছ ভাই
তবে কিনা ভিতরে কালো
বাইরে জ্বালে নকল আলো
রঙে  রঙে  ঐ রঙিন ফানুস
আমি বলি ওরা ময়লা মানুষ!
স্বার্থপর ওরা খুঁজে পায় না দিশা
ধর্ম-কর্ম ন্যায় ও অন্যায় রাখে পিছে
কাগজ কালিতে দেয় আশার বাণী মিছে
ওরে মূঢ় দেখ্ চেয়ে শয়তান কাঁপে নীচে!