প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবেই আসুন
হৈচৈ ঠেলাঠেলি বাহুল্যের নাইকো ঠাঁই
দান গ্রহণ করে গন্তব্যে যান ফিরে,
কে কতটা পেল তার হিসাব কেন ?
তুমি যা পেলে তা নিয়েই সুখীতো!
নাকি লোভ তোমাকে দিলো দ্বেষ?
বলিহারি যাই প্রজাগণ!
রাজার অসুখ বাড়ছে
জানা কি আছে ঔষধ
মূল্য কতটা ভাই?
উত্তর যে নাই!
কি করি তাই-
পদ চাই,
প্রণাম
নিও
হে!