এইতো বেশ ভালই ছিলাম তোমাকে নিয়ে
তুমি ছিলে আমার মনে রঙিন আয়না
খোলা জানালার মৃদু দখিনা বাতাস
পড়ন্ত বিকেলে আলোছায়ার খেলা,
সারদিন ক্লান্তিহীন বিচরণ
সৃষ্টির নেশায় উন্মাদ আমি
তুমি ভালবাসলে আমাকে
দিলে প্রেম প্রীতি শুভেচ্ছা,
একান্ত আমার কথা
তুমিই সঞ্চারিণী
ভাসমান তরী
তটিনী বক্ষে,
মাঝি আমি
তোমার
কবি
হে!