(বিজয় দিবসের শুভেচ্ছা আমার সকল ভাই ও বোনেদের প্রতি)
আমার মা আমার দেশ আমার মাটি
আমার রক্ত আমার প্রেম সোহাগ শীতলপাটি,
আমার স্বপ্ন আমার আশা আমার ভাষা
আমার খুশি আমার সুখ চরম দুঃখ নাশা।
তোমার কোলে তোমার বোলে তোমার গানে
বিজয় আনে সোনার ছেলে শহীদ প্রাণে,
প্রণাম নিও আশিষ দিও মোদের তরে
স্মরণ করি আজকে শুধু আপন করে।
আমরা দল আমরা ভাই মাটিতে ঠাঁই
একই অন্ন মুক্ত বাতাস বিজয় তাই,
মাতবো আজি খুশির গীতে সোনার ধন
থাকবো মোরা একই সাথে সবুজ মন।
খুশির আলো ছড়াক সবে হৃদমাঝারে
বিজয় রথে চড়বো মোরা প্রভাত দ্বারে,
হিংসা নয় দ্বন্দ্ব নয় বিভেদ দূরে
সাম্যের জয় গাইছি গান একই সুরে।
**********