(উৎসর্গঃ- কবি আনিছুর রহমান মহাশয়কে)
আকাশে ছিল নক্ষত্র মেলা
বাতাসে ছিল সোহাগী খেলা
নিশিথ ভেলায় রাত্রি বেলা,
চাঁদের আলো জোছনা মাখা
ময়ূর ময়ূরী মেলে পাখা
অনুরাগে চারিচোখে দেখা,
এই বুঝি এল প্রেমক্ষণ
বাহুডোরে বাঁধিবারে মন
স্মৃতিসুধা আলোক ধন,
রজনী পোহালে নিভে বাতি
নয় স্বপ্নরাত নয় ফাঁকি
মিলন রেখা আঁকিল সাথী।