হাঁস মুরগী ছাগল গরুর মাংস খেয়ে বদহজম
তাই এখন মানুষ শুধু মানুষের মাংস খায়
উন্নত আধুনিক সভ্য সমাজের এটাই উৎকর্ষপত্র
বিশেষতঃ শিশুর নরম মাংস খুবই পছন্দসই,
যারা মাংস বিক্রেতা তাদের একটা নাম আছে
খোলা বাজারে পুঁজিবাদী হিসাবে পরিচিতি
আর যারা ক্রেতা তারা মাংসাশী পশুদল,
আয়োজনে ব্যয়ে কোন খামতি নেই
মায়ের বুক থেকে সদ্যজাত সন্তান চুরি
তারপর নীচ ধনী ব্যক্তির হাতে সমর্পন
অথবা দেহ ভোগের জন্য লালন-পালন
এমনকি অঙ্গ-প্রতঙ্গ বিদেশে পাচারে আমোদ
লালসার আগুনে ভস্মীভূত মানব বিবেক,
একটা চিড়িয়াখানা তৈরী করছে সমাজ
যেখানে বোধহীন পশুরা থাকবে উন্মুক্ত
আর জ্ঞানপাপী মানুষদল খাঁচায় বন্দী,
পশুরা শেখাবে অরণ্যের সভ্যতা
মানুষ উলঙ্গ শরীরে পশুর থাবায়!

          ********
সারকথাঃ- মানুষই অমানুষ!!