তোমাকে যা বলা যায় অন্যকে তা নয়
অন্যকে যা বলি ফিরে তোমা মুখে রয়,
বলতো কেমন ভাবে এমনটা হয় ?
বললে তুমি ভালবাসা এরেই কয়!
        ==========

সারকথা:-  নিজের প্রতি বিশ্বাসে উত্তরণ।