(উৎসর্গঃ- শ্রদ্ধেয় কবি কবীর হুমায়ূন মহাশয়কে)
ভাবছি মাটি কিনবো, নাকি সোনা !
আমার মতে মাটিই ভাল, নাকি বলেন সোনা?
মাটি ঝামেলা কম, কিনে রেখে দাও
পারলে একটু-আধটু যত্ন নাও
বছর ঘুরলেই বেশ চড়া দাম,
আর সোনা, চোর-ডাকাতের ভয়
নিত্য ব্যবহারেও হয় যে ক্ষয়,
আবার শেয়ার বাজার ওঠা-নামা
বাইশ ক্যারেটের দাম বাড়া-কমা !
কিন্তু সুযোগ বুঝে বেচে দাও
বাড়তি টাকায় দেশি মাটি পাও!
জমির ক্ষেত্রে বছর ঘুরলে বাড়ে দাম
কিন্তু কর ফাঁকিতে হবে হাজতধাম !
আমার কাছে আছে অনেক টাকা
ভাবছি বসে কি করে হবে ফাঁকা,
তবে কী মাটিই সোনা মাটিই খাঁটি
ভাবতে ভাবতে শেষে ধরবো কি লাঠি!
দেশের সরকার ধরবে কালো টাকা
সোজা পথ ছেড়ে যারা চলছে বাঁকা
তাই ভেবেছি মাটিও নয় সোনাও নয়
জীবন বীমা করলে শেষে কাটবে ভয়!
সময় থাকতে বীমা করিয়ে নিন
অন্ধকারে কেবল থাকুক দীন।
========
সারকথাঃ- রাজদ্রোহী নয় সুবিধাবাদী।