(উৎসর্গঃ- শ্রদ্ধেয় কবি অনিরুদ্ধ বুলবুল মহাশয়কে)
রেলগাড়ির কামরায় আমরা ক'জন
পরস্পর পরস্পরকে চিনি জানি
নিত্য দিনের সুখ-দুঃখের সহযাত্রী,
কেউ থাকি গোপগাথা স্টেশনে
কেউবা বিবৃতি কেউ কেউ রূপকথা
আবার কেউবা আখ্যান স্টেশনে
গন্তব্য আমাদের একটাই চৈতন্যপুর।
মাঝে মাঝে বিরতি আবার পথ চলা
ভুল-ভ্রান্তি তর্ক-বিতর্ক বিবাদ-বিদ্বেষ
একদিন সব থেমে যাবে সময়ের সঙ্কেতে
সৃষ্টির মহানন্দে পৌঁছে যাব ঐক্যের ঐক্যতানে!
==========
সারকথাঃ- একসুরে বাঁধা জীবন।