আমার এই বাগানে ফোটে নানা ফুল
নাম না জানা অনেক ফুলের মাঝেই
আমি থাকি তোমাদের সাথে প্রতিদিন
যত্ন সুরক্ষা প্রেম অনুরাগ সুখস্রোত
আপেক্ষিকতা থেকে অনেকটা দূরেই
আমি এক ভালবাসার কাঙাল মালী।
তোমাদের হাসি মুখ দেখে দিন কাটে
রাতে খোলা জানালা দিয়ে আসা সুগন্ধ
আমাকে আলিঙ্গনে তৃপ্ত করে দেহ মন,
বলো ভালবাসার দাম কেমনে হয় ?
সেকি নিবিড় সুখে জাগরণে নিদ্রায়
চিরকাল পথ চলা সৃষ্টির আনন্দে
নাকি স্মৃতিকণা হয়ে সুলগ্না সূচিত,
তবে চিনেছে এ মন সেই অভিরূপ
নব আনন্দে আমি আজি রই চুপ!
=======
সারকথাঃ- অভিন্ন হৃদয়