( রূপকধর্মী )
উৎসর্গ:- কবি বন্ধু শুভাশিষ আচার্যকে।
"বিষ নেই তার কুলো পানা চক্র আছে"
অথচ একদিন বিষ ছিল, ছিল চক্রও
আজ আর কোন বিষ নেই আমার শরীরে
বিষ দাঁত ভেঙে ওরা এখন ঝাঁপিতে ভরেছে
ওদের আঙুলের ইশারায় খেলা দেখাই
অথবা বলতে পারো নিজের পেট ভরি
তবুও কুলো পানা চক্রের কদর কমেনি,
আখেরে লাভ যে ওদের - আমার শুধু দানাপানি!
তাই নিজেকে বাঁচাতে খোলোস পাল্টাই
আর ওরা মিথ্যে বুলি আওড়ায়
সময়ে রঙ পাল্টায় গিরগিটির ন্যায়,
আমারই বিষ থেকে ঔষধি তৈরী করে
আমার যন্ত্রণার কথা কেউ ভাবে না
ভাবে না আমিও যে ওদেরই একজন,
তাহলে যদি ছোবল মারি দোষ কোথায়?