প্রতিদিনের মত দিন আসে
দিনের শেষে আসে অন্ধকার
কিন্তু মনের ময়লা সেই আঁধারে
প্রতিবাদের মেরুদণ্ড শিথিত হয়
চোখে হতাশার প্রতিধ্বনি শুনি
দেখি বিবেক যন্ত্রণার রূপরেখা।
তবুও মৃতের স্তূপ থেকে হাতছানি!
প্রাণই এক অনিন্দ্য প্রত্যাশা
প্রাণই সমৃদ্ধ করে চেতনার,
এসো জীবন জীবনের শিখায়
প্রজ্বলিত করে তুলি মনুষ্যত্ব।
এসো আগুন জ্বালি অন্ধকারে!