ছোটদের ঐ খেলার মাঠে
নানান রঙের মেলা,
হাসিখুশি আর দুষ্টুমিতে
কাটছে ওদের বেলা।
ঝগড়াঝাটি মারামারি নাই
খুশির দোলায় খোকাখুকু,
চড়ুইভাতির মজার খেলায়
দুলছে শোভন শুকু-দুখু।
দিনের শেষে ধুলা মেখে
ফিরছে ওদের বাড়ি,
আছে মা-বাবা অপেক্ষাতে
আসবে কখন গাড়ি!
মায়ের কোলে ফিরল খোকা
বাপের আদরেতে খুকি,
হোথায় পড়ে রইল শুকু-দুখু
কেন তার আজও দুখি!
এসো সবাই শপথ করি
নতুন দোলায় চড়ি,
সব শিশুদের অধিকারে
নতুন সমাজ গড়ি।