আজকাল খুব লেজ নাড়া দিচ্ছে
পোষা পশুর মত সম্ভ্রমের সাজ,
এক পা এগিয়ে দশ পা পিছিয়ে
নিজের কোলে ঝোল টানি আমরা।
কতটা নীচে নামতে পারলে পদোন্নতি
আর কতটা তাঁবেদারীতে উপরে ওঠা,
হিসাব কষে কষে যখন ক্লান্ত হয়ে পড়ি
তখন চোখ বুজে পাপক্ষয়ের বোঝা!
অনুপ্রেরণা জাগানো প্রেম নেই
নেই কোন আদর্শের অনুশাসন,
আছে অনাহূত স্তাবকের ভিড়
চৌবন্দী কেটে কুমির আনা।
বই শুধু জ্ঞানের আধার নয় জেনে
আজও চলে গঙ্গা জলে গঙ্গা পূজা,
নিজেকে পাল্টাতে মর্যাদার উত্থানে
স্রোতের উজানে দিতে চাই সাঁতার!