যতদূর চোখ যায়
এগিয়ে যাও তোমরা,
থেমে যাওয়া মরণ
চলার নাম জীবন।
ভুতের রাজার বর
যদি পাও একবার,
জানবে সে যে কুড়েমি
দেবে তোমায় ভাঁড়ামি।
আর যদি কাজ মেলে
জানবে তা উপযুক্ত,
শ্রম দান শ্রেষ্ঠ দান
জীবনে বাড়াও মান।
আলো এবং আলেয়া
নয় জেনো এক নয়,
বিবেক আর বুদ্ধি
দু'য়ে মিলেই শুদ্ধি।