যাকিছু গোপন সবই অপ্রকৃত
প্রকাশিত অর্ঘ্যই আদর্শস্বরূপ,
তাই নিজেকে অনাবৃত করলে
মুক্তি পথের ঠিকানা পাবে খুঁজে।
বনে ফুল জাগে ভ্রমরের গানে
নদী বয়ে চলে সাগরের বুকে,
ঘৃণার অবলুপ্তি ঘটে সমরে
ভালবাসা বেঁচে রয় হৃদয়ে।
ভাসমান এক টুকরো কাষ্ঠখণ্ড
জীবনের গতিপথ দেয় পাল্টে,
তিক্ষ্ণ তিমিরভেদী আলোকমালা
প্রার্থনা জানায় অধর্মের বিনাশ।
জীবন আলিঙ্গন করে মৃত্যুকে
স্বপ্ন মানুষকে দেয় পথের সন্ধান,
আশা-নিরাশায় দোলায় দুলে
জগৎ আপন কর্মে মহীয়ান।