ভালবাসি আর ভালবাসি
বারবার শুনে পরিশ্রান্ত
যদি সত্যিই ভালবাসতে
তাহলে নিরব থাকতেই।
ঘৃণা যদি করে থাক তুমি
তাহলে দূরে থেকেই যেতে
আসলে প্রেম প্রেম খেলায়
নারী-পুরুষ দু'ই পারদর্শি!
বরং সন্ধি স্থাপনে পুরুষ
নারী কিংবদন্তি সুখস্রোতে
সাঁতার কাটতে হবে জেনেই
ডুব সাঁতারে নারী সন্তর্পনে।
আহা, এতে দোষের কোথায়
গভীরতার মাপকাঠিতে পুরুষ
নারীর কোমলাঙ্গ শামুকসম
খোলসটাই পুরুষের পৌরুষত্ব!