আসরের সমবেত কবির প্রচেষ্টায় গত ১৮ই অক্টোবর ২০১৬ তারিখে আসরে প্রকাশ পেয়েছিল শারদ সংখ্যা "উৎসবে মাতি "। আজ পত্রিকাটি আমাদের সবার প্রিয় বাংলা কবিতা ডটকম ওয়েবসাইটের মূল পাতায় সংযুক্ত ও সংরক্ষিত করলেন আমাদের মাননীয় এডমিন মহাশয়, যা আমাদের সবার কাছে প্রেরণার দৃষ্টান্ত হয়ে রইল। যারা পূর্বে পত্রিকাটি Download করতে পারেননি, এখন খুব সহজেই Download করে নিতে পারবেন।
প্রথমে web site-এ প্রবেশ করতে আমরা টাইপ করি www.bangla-kobita.com এরপর "Enter" press করলেই যে বিভাগটি দেখা যায় সেটি হল "মূল পাতা"। এখানে ডানদিকের কোনে উপরে লক্ষ্য করুন E-পত্রিকা "উৎসবে মাতি" র প্রচ্ছদটি দেখা যাচ্ছে। এখন এই পত্রিকার উপর Click করে Download করে নিন।
আসরের সকল কবি, পাঠক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে এডমিন মহোদয়ের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী দিনে আমরা যারা সখের কবি তারা নব উদ্যমে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে পথ চলব এই আশায় আসুন সকল হাত একত্রিত করে মুষ্ঠিবদ্ধ করি।
" উৎসবে মাতি " পড়ুন এবং আগামী দিনে পত্রিকার কাঠামো সম্পর্কে আপনাদের সুচিন্তিত মতামত অকপটে লিখে জানান।
সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই ইতি টানছি।
ধন্যবাদান্তে -
সৌমেন বন্দ্যোপাধ্যায়