একটু পা চালিয়ে চলো রিড
গন্তব্যে পৌঁছতে মাত্র এক মিনিট
তারপর নিশ্চিন্ত হওয়া যাবে,
দেখা হবে জি.এমের সাথে
তবে উনি এখন ব্যস্ত আছে
এক মিনিট যে বসতে হবে।
দেরী ওদের কখনো সয় না
ফোন করি তবু কেন কয় না!
ট্রাই নিল আরেকবার, হ্যালো -
কি কর কোথায় যে থাক বল?
রাগ নয়, মাত্র এক মিনিট
এসে গেছি রাখ ফোন সোনা,
তাড়া আছে আজ চলি ধোনা।
খুব তাড়া সরে দাঁড়া ছাড় গেট
এক মিনিট আছে বাকি হবে লেট
এসে দেখি ট্রেন কই খালি সেড,
আসবে ট্রেন ছুটে যাবেও বটে
ঘন্টা পাঁচেক লেটে খবর রটে
তাই তাড়াতাড়ি বসে পড়ি চটে।
পরীক্ষা চলছে, চলছে টোকাটুকি
সারা বছর ফাঁকি দিয়ে একটু ঝুঁকি
এক মিনিট আছে বাকি একি
শেষ প্রশ্ন লিখতে গিয়ে দেখি -
কলমের কালি হল শেষ
খাতা ছাড় লিখেছতো বেশ!
যাকিছু তোমরা বল ভাই
সময় নাই এখন যাই
আছে অপেক্ষাতে রাই,
কবিতা লিখে হবে ছাই
শুধু টাকা চাই টাকা চাই
তাই টা টা বাই বাই গুড বাই!